জুলাই মাসে সহিংসতা-বিক্ষোভে বাংলাদেশে কমপক্ষে ৩২ শিশু নিহত ও অনেকে আহত হয়েছে। এছাড়া অনেকে আটক হয়েছে। শুক্রবার (২ আগস্ট) কাঠমান্ডু থেকে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। সহিংসতায় শিশু নিহত-আহত ও আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।
বিবৃতিতে শিশুদের প্রতি হওয়া সব ধরনের সহিংসতার নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে।
মাত্র এক সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ফিরে গেছেন জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বলেন, সাম্প্রতিক সহিংসতা এবং শিশুদের উপর চলমান অস্থিরতার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। যে শিশুদের আটক করা হচ্ছে , তারা আইনের সংস্পর্শে এলে খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শিশুদের সহিংসতা থেকে পুনরুদ্ধার করতে এবং তাদের সুরক্ষিত রাখতে সাহায্য করার একটি সর্বোত্তম উপায় সব স্কুল আবার চালু করা। ইউনিসেফ ৪ আগস্ট থেকে দেশের অনেক অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে