ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে শনিবার স্থানীয় সময় সকালে সাড়ে ৬টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬ দশমিক মাত্রার ভূমিকম্প হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পৃথক বিবৃতিতে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে সৃষ্ট ভূকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার কর্মকর্তা ইয়ান অনসিং এএফপিকে বলেন, আমি তখনও ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জেগে দেখিঘরের আসবাবপত্র কাঁপছে। প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল ভূকম্পন। আরেক কর্মকর্তা জেরোমি রামিরেজের মতে, কম্পন ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। এখন পর্যন্ত কিছু বাড়িঘর ভেঙে পড়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সূত্র : এএফপি, ভয়েস অব আমেরিকা

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর