করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন ও সংঘাতের কারণে বিশ্বব্যাপী বাড়ছে দুর্ভিক্ষ। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করে বলছে, আগামী কয়েক মাসে ২০টির বেশি দেশে খাবারের সংকট বর্তমানের চেয়ে বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে খাবারের তীব্র সংকট। নতুন করে দুর্ভিক্ষের মুখে পড়বে তিন কোটির বেশি মানুষ। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বলছে, কোভিড–১৯ মহামারি, জলবায়ু পরিবর্তন সংকট ও সংঘাত বিশ্বব্যাপী ক্ষুধা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, তীব্র ক্ষুধার বিপর্যয়কর মাত্রার তালিকায় থাকা অঞ্চল ও দেশের শীর্ষে আছে নাইজেরিয়া, ইয়েমেন ও দক্ষিণ সুদান। এ ছাড়া এশিয়ার আফগানিস্তান, সিরিয়া, মধ্যপ্রাচ্যের লেবানন, লাতিন আমেরিকার হাইতি ও ক্যারিবীয় অঞ্চল একই অবস্থানে রয়েছে।