খোলার আগেই প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৪

দেশে ছাত্র আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে অনির্দিষ্টকালের বন্ধ কাটিয়ে রোববার (৪ আগষ্ট) প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল।

যদিও নরসিংদী পৌর এলাকাসহ ১২টি সিটি কর্পোরেশন এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল বিদ্যালয় খোলার শুরুতে।

শনিবার ( আগস্ট) বিকালে প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

তিনি গণমাধ্যমকে জানিয়েছে, আপাতত আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না। খোলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর