শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় চশমা হিলের বাসায় হামলা চালানোর খবর পাওয়া গেছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়া একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালানো হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন অতিরিক্ত পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে জানিয়েছেন, মিছিল থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে। তারা কয়েকটি পুলিশ বক্সও ভাঙচুর করেছে বলে জানান তিনি।
ওদিকে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালানোর আগে একই দিন বিকালে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে