বিএনপির শীর্ষ তিন নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৪

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলা চালানো হয়েছে।

শনিবার ( আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। হামলায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিক কিছু  জানা সম্ভব হয়নি। আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন চট্রগ্রামের মেহেদিবাগ এলাকায়, ডা. শাহাদাতের বাসভবন বাদশা মিয়া সড়ক এবং এরশাদ উল্লাহর বাসভবন পাঁচলাইশ আবাসিক এলাকায়।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাহাদাতের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আর আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ বলেন,  হামলার বিষয়টি আমিও শুনেছি। বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে শনিবার সন্ধ্যায় চট্রগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলার ঘটনা ঘটেছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর