মন্তব্য
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য নিজেই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চাই, তাদের কথা শুনতে চাই আমি।
শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। নিজে কোনো সংঘাত চান না বলেও জানান প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে রাজি নই আমরা। আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই আমাদের।
বিডি২৪অনলাইন/এন/এমকে