প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে আপত্তি নেই স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে আপত্তি নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। শনিবার ( আগস্ট) রাতে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মন্ত্রী।

এর আগে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,প্রয়োজন হলে যদি এরকম কোনো সিচুয়েশন আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন... আমরা সবসময় দেশের জন্য কাজ করি, তাই আমরা সেটা (পদত্যাগ) করব যদি প্রধানমন্ত্রী মনে করেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর