কোটা সংস্কার আন্দোলন সৃষ্ট পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা দেশের পাবলিক সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে মধ্যে হল খুলে না দিলে শিক্ষার্থীরা নিজ দায়িত্ব হল খুলে ভেতর প্রবেশ করবে।
শনিবার (৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
এর আগে এদিন বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবির ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আর এক মিনিটও এই সরকার থাকবে না।
শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন পালনের জন্য ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে এ সমন্বয়ক বলেন, ইন্টারনেট বন্ধ বা কারফিউ জারি হলে মেনে নেওয়া হবে না। এখন ছাত্র-জনতার এগিয়ে আসতে হবে। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যদি অস্ত্র চালান, তাহলে প্রতিরোধ হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে