ইসরায়েলকে বয়কটের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অগাস্ট ২০২৪

স্ব স্ব দেশে থাকা ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দিতে আরবসহ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সদর।

ইসরায়েল মধ্যপ্রাচ্যে সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে চলেছে মন্তব্য করে মুক্তাদা আল-সদর বলেন, যেসব দেশের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত।  যেসব দেশ ইসরায়েলি পণ্য বয়কট দূতাবাস বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে ইরাকের সরকার সংসদের আন্তর্জাতিক পদক্ষেপ নেয়া জরুরি।

জাতিসংঘ ইসরায়েলের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যেন বাধ্য হয়, সেজন্য নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব লীগ ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাস করা উচিৎ বলেও মনে করেন এ নেতা।

সম্প্রতি ইসরাইলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় এমন দাবি জানান ইরাকি এ নেতা।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর