শিক্ষার্থীদের আন্দোলনে শিল্পীদের সংহতি

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন কণ্ঠশিল্পী, ব্যান্ডদল গীতিকার-সুরকাররা।  শনিবার ( আগস্ট) বিকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ সমাবেশের সময় তাদের হাতে ছিল বাংলা গানের চরণ লেখা ফেস্টুন।

সমাবেশে উপস্থিত ছিলেন শিল্পী সুজিত মোস্তফা, আসিফ আকবর, ব্যান্ড তারকা মাকসুদ, পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, টিপু, শিল্পী এলিটা করিম, শওকত আলী ইমন, জয় শাহরিয়ার, মুহিন, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকবি লতিফুল ইসলাম শিবলী প্রমুখ। মাইলস, সোলস, শিরোনামহীন, ওয়ারফেজ, আর্টসেল, অ্যাশেজ, ক্রিপটিক ফেট, সোনার বাংলা সার্কাস ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিল সেখানে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে  উপস্থিতদের মধ্যে বেশির ভাগই শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর