৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা, শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

দেশে ছাত্র আন্দোলন উদ্ভূত পরিস্থিতিতে আবারও তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার ( ৫ আগস্ট) থেকে এ ছুটি শুরু হচ্ছে। রোববার ( আগস্ট) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তার আগে ২০ জুলাই মধ্য রাত থেকে সারা দেশে কারফিউ জারি করা হয় ও মাঠে সেনা মোতায়েন করা হয়। এরপর  পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করলে কারফিউয়ের সময় শিথিল করা হয়। ২৪ জুলাই থেকে সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পবর্তীতেতে ৩১ জুলাই থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

এদিকে গত শনিবার ( আগস্ট) শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে। রোববার থেকে শুরু হওয়া তাদের সর্বাত্বক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

ওদিকে উদ্ভূত পরিস্থিতি রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারফিউ জারির কারণে সোমবার থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর