অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

ছাত্র আন্দোলন উদ্ভূত পরিস্থিতিতে রোববার  (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ (সান্ধ্য আইন) জারি করেছে সরকার। ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর উপজেলা সদরে এ কারফিউ বলবৎ থাকবে।

রোববার ( আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ জারি সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২০ জুলাই মধ্য রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার, মাঠে নামানো হয় সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কারফিউ  জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ধাপে ধাপে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়। সবশেষ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন, রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। কিন্তু রোববার বিকালে অনির্দিষ্টকালের কারফিউ জারির নতুন খবর এলো।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।  আন্দোলনের প্রথম দিনে  দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় কমপক্ষে ১৭ জন নিহত ও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।  এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাতে বেসরকারি হিসাবে  ২১ জুলাই পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মে দাড়িয়ে শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সহিংসতা যুক্ত হলে অনেক শিক্ষার্থী নিহত হয়, আটক করা হয় অনেককে। শিক্ষার্থীদের নামে মামলাও হয়। পরবর্তীতে ৯ দফা দাবি ঘোষণা দিয়ে সেসব আদায়ে নানা কর্মূসচি দিয়ে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা, ডাক দেওয়া হয় সর্বাত্বক অসহযোগ আন্দোলন। সবশেষ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে একদফা সরকারের পদত্যাগ দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর