সর্বাত্বক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পঞ্চগড়ে জনস্রোত

পঞ্চগড় প্রতিনিধি
০৪ অগাস্ট ২০২৪

সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে সর্বাত্বক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার  জনস্রোতে উত্তাল হয়েছে  উত্তরের জেলা পঞ্চগড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রোববার ( আগস্ট) মিছিল,সড়ক অবরোধ ও সমাবেশ করেছে। তাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন নানা পেশার মানুষ।

এদিনে জজ কোর্ট সংলগ্ন এলাকা থেকে সকালে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে তারা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। সেখানে সমাবেশ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের পোস্টার, ফেস্টুন ছিড়ে ফেললে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ভিতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে বিক্ষুব্ধরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ কয়েকজন নেতাকর্মীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

ওদিকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সরকারি-বেসরকারি অফিস ও দোকানপাট বন্ধ দেখা গেছে। সাধারণ জনগনের স্বর্তস্ফুর্ত অংশগ্রহনে জনস্রোতে পরিণত হয়েছে পুরো এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী নীরবতায় ছিল।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর