মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে নদীর মাটি অবৈধভাবে কেটে বিক্রি করার দায়ে আশরাফ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ জানুয়ারি) বিকালে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তানজিনা খাতুন।
আশরাফ হোসেনের বাড়ি ডিবিগ্রাম ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে, আবু হোসেন তার বাবা। জরিমানার টাকা না দেওয়ায় বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, চন্দ্রাবতী নদী থেকে মাটি কাটছিলেন আশরাফ হোসেন। খবর পেয়ে সেখানে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এমকে