মন্তব্য
আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে জুলাই মাসের তুলনায় দাম বেড়েছে। বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।
বিডি২৪অনলাইন/ই/এমকে