সুপ্রিম কোর্টসহ সব আদালত অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্টসহ দেশের সব আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। রোববার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আদালত বন্ধের ঘোষণা এমন সময় এলো, যখন সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন শুরু হয়েছে সারাদেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্বক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অনেক হতাহতের খবর পাওয়া গেছে, উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীসহ মহানগর থেকে শুরু করে উপজেলা সদর এলাকায় কারফিউ ঘোষণা করা হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  আদালত বন্ধ থাকা সময়ে  প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর