এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র না, সন্ত্রাসী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র না, সন্ত্রাসী।  যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও-পোড়াও করেছে- সব তদন্ত হবে।

রোববার ( আগস্ট) নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ সহিংসতায় সংঘটিত হত্যাকান্ড যারাই করুক- পুলিশ হোক, ছাত্র হোক বা সে যেই হোক- সব তদন্ত হবে। তাদের বিচার হবে। যেসব শিক্ষার্থী সহিংসতায়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান তিনি।

দেশে চলমান ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মধ্যে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের মেয়াদে এটাই জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক।

স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প বাণিজ্যমন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টরা  বৈঠকে উপস্থিত ছিলেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর