মন্তব্য
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী সর্বাত্বক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জেলায় ৭৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪ পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে মুন্সীগঞ্জে তিনজন, মাগুরায় চারজন, পাবনায় তিনজন, রংপুরে চারজন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ মোট তেইশজন, বরিশালে একজন, ভোলায় তিনজন, বগুড়ায় দুইজন, জয়পুরহাটে একজন, ফেনীতে আটজন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লার দেবিদ্বারে একজন, নরসিংদীতে ছয়জন, সিলেটে দুইজন ও লক্ষ্মীপুরে আটজন, শেরপুরে তিনজন, হবিগঞ্জে একজন, সিলেটে তিনজন ও ঢাকার সাভারের আশুলিয়ায় একজন রয়েছেন।
সরকার পদত্যাগের একদফা দাবিতে এখন আন্দোলন চলছে সারা দেশে। আন্দোলন চলাকালে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।