সোমবারের কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

null

সর্বাত্বক অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি- মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে মঙ্গলবার এ কর্মসূচি পালনের কথা বললেও পরে জানানো হয় আগের দিন সোমবারেই এ কর্মসূচি পালন হবে।

রোববার ( আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে কর্মসূচি ঘোষণা করেন। সময় এগিয়ে আনা প্রসঙ্গে তিনি পোস্টে লেখেন, “পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদেরমার্চ টু ঢাকাকর্মসূচি আগস্ট থেকে পরিবর্তন করে আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন উল্লেখ করে পোস্টে আফিস আরও লিখেন আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করা হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসার আহ্বান জানিয়ে আসিফ বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সবাই। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর