কারফিউ প্রত্যাখ্যান, আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক
০৪ অগাস্ট ২০২৪

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে এ কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা। তাদের মতে, এক দফার পর  সরকারের কোনো আদেশ আর কার্যকর থাকে না। সরকারের আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না, আন্দোলন কর্মসূচি চলমান থাকবে তাদের।

কারফিউ জারির পর রোববার ( আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, ‘আজ রাজপথে পরাজিত হয়ে সরকার এখন সেনাবাহিনী জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে সরকারের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র-জনতার আহ্বান থাকবে দেশের জনগণের পক্ষাবলম্বন করুন। সরকারের আদেশে কোনো কারফিউ ছাত্র-জনতা মানে না। আমাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে- পোস্টে উল্লেখ করেন এ সমন্বয়ক।

এদিকে অসহযোগ আন্দোলনের মধ্যেই সোমবার মার্চ টু ঢাকাকর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার ( আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য জানান তিনি। প্রথমে মঙ্গলবার এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছিল।

আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে  মার্চ টু ঢাকাকর্মসূচি আগস্ট থেকে পরিবর্তন করে আগস্ট করা হলো। কালকের মধ্যেই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানান তিনি।

আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হয়েছেন উল্লেখ করে আসিফ মাহমুদ  আরও জানান, চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন। যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে জানিয়ে এ সমন্বয়ক বলেন, চূড়ান্ত লড়াই, ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে সবাই ঢাকায় আসুন। যে যেভাবে পারেন, কালকের মধ্যে ঢাকায় চলে আসুন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর