সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পাশাপাশি পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের কথা বলেছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন আইজিপি। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধান করা হবে বলেও বার্তাও উল্লেখ করেন পুলিশ প্রধান।
রাজনৈতিক ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যেন আক্রমণ না ঘটে, সেজন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বলেন, পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে