দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৬ অগাস্ট ২০২৪

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ ঘোঘণা দেন। মঙ্গলবার ( আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেন। সেখানে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়।

এদিকে ওই বৈঠকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে চলছে  আলোচনা। এ  বিষয়ে প্রস্তাবনা দেবেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দল। এরপরই অন্তর্র্বতীকালীন সরকারের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর