মন্তব্য
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নতুন পথে পা বাড়িয়েছেন। এখন থেকে নিউইয়র্কের রাস্তায় পাওয়া যাবে ভারতীয় খাবারের স্বাদ। সেখানে ‘সোনা’ নামে নতুন একটি রেস্তোরাঁ খুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিই ইয়র্কে ভারতীয় রেস্তোরাঁর উদ্বোধন করেছেন তিনি। প্রবাসী ভারতীয়রা যাতে দেশ থেকে দূরে থেকেও ঘরের খাবারের স্বাদ নিতে পারেন, তার জন্যই প্রিয়াঙ্কা ওই উদ্যোগ নেন।