পঞ্চগড়ে অগ্নিসংযোগ-ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
০৬ অগাস্ট ২০২৪

পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতাকর্মী কাদিয়ানীদের বাড়িঘরে  অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

মঙ্গলবার ( আগস্ট) দুপুরে জজ কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন- পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সানসহ আরো কয়েকজন সমন্বয়ক।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আপনারা পুলিশকে সহযোগিতা করবেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা সবাই পেশাদারিত্বের সাথে কাজ করে। পঞ্চগড়ের প্রশাসনের যে ভিশন মিশন, দর্শন সেটা সারা দেশের জন্য অনুকরণীয় বলে মন্তব্যে করেন তিনি।  

এর আগে সোমবার সরকার পতনের খবর পাওয়ার পর জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনায় অগ্নি সংযোগ,ভাংচুর লুট করা হয়।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর