২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বতীকালীন সরকার, প্রধান ড. ইউনুস

নিজস্ব প্রতিবেদক
০৭ অগাস্ট ২০২৪

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে। এ সরকারের প্রধান হবে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। এ অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠনের দরকার হয়।

দেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের বৈঠক হয়। সেখানেই ড. ইউনুসকে প্রধান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

ড. ইউনূসের নাম বৈঠকে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা  প্রস্তাব করেন। রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হবে।

বৈঠকে  সেনা, নৌ বিমান বাহিনীর প্রধানরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বুধবার ( আগস্ট) রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের অন্তর্বতীকালীন সরকার গঠন সংক্রান্ত বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলছিলেন, . মোহাম্মদ ইউনূসকে প্রধান করার সিদ্ধান্ত নিলেও সরকারে অন্য কারও নাম এখনও চূড়ান্ত হয়নি।  ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছি আমরা। ১০-১৫ জনের নামের তালিকায় কারা করা রয়েছেন সেটি ঘোষণা করেননি তিনি। বলেছেন, তালিকায় নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিদের নাম রয়েছে। রাজনৈতিক পক্ষসহ সবার সঙ্গে আলোচনা করে সরকার গঠন করা হবে।

এর আগে অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতেমঙ্গলবার ( আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর