যোগ্য ক্রিকেট সংগঠকদের বিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
০৭ অগাস্ট ২০২৪

অবিলম্বে বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে  যোগ্য ক্রিকেট সংগঠকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে বিসিবির সব আর্থিক, অনিয়ম দুর্নীতির চিত্র জনসম্মুখে এনে দুর্নীতিবাজ লুটেরাদের বিচারের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার ( আগষ্ট) বিসিবির সামনে  বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা  ক্রিকেট সংগঠকব্যানারে এসবসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে শেখ হাসিনার সরকার পতনের পর এ দাবি  উঠেছে।

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান বোরহান উদ্দিন, সাবেক দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সেখানে উপস্থিত ছিলেন।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর