অবিলম্বে বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে যোগ্য ক্রিকেট সংগঠকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে বিসিবির সব আর্থিক, অনিয়ম ও দুর্নীতির চিত্র জনসম্মুখে এনে দুর্নীতিবাজ ও লুটেরাদের বিচারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) বিসিবির সামনে বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা ‘ক্রিকেট সংগঠক’ ব্যানারে এসবসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে শেখ হাসিনার সরকার পতনের পর এ দাবি উঠেছে।
বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিন, সাবেক দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সেখানে উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এস/এমকে