ময়নুল ইসলাম পুলিশের নতুন আইজি

নিজস্ব প্রতিবেদক
০৭ অগাস্ট ২০২৪

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ করা হয়েছে।

তিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন আইজিপি নিয়োগের কথা জানানো হয়।

আইজিপি হওয়ার আগে সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ময়নুল।

এর আগে আইজিপি আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিলের কথা জানানো হয়।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর