মন্তব্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’র প্রধান পদে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপি নতুন কমিশনার হিসেবে মো. মাইনুল হাসানকে এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে এ কে এম শহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মাইনুল হাসান ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। হাবিবুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ওদিকে র্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন শহিদুল রহমান। হারুনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে