বৃহস্পতিবার রাত আটটার দিকে শপথ নেবে অন্তর্বতীকালীন সরকার। নোবলজয়ী ড.মোহাম্মদ ইউনূসকে এ সরকারের প্রধান করা হয়েছে। সরকারে থাকা অন্যদের নামের তালিকা প্রকাশ না হলেও এ সরকারের আকার ১৫ সদস্যের হতে পারে। তবে দুএকজন বেশিও হতে পারে।
বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। এ অবস্থায় অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়।
সংবাদ সম্মেলনে ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। রাজনৈতিক নেতারা ও শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে অনেক আলোচনা করে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে নির্বাচিত করা হয়েছে। আশা করছি, উনি সব রাজনৈতিক দলের সহযোগিতা পাবেন। উনি সফলভাবে ওনার কাজ সম্পন্ন করতে পারবেন ।
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে ওয়াকার-উজ-জামান বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালো কাজ করছে। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, রাস্তা পরিষ্কার করছেন, যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো পরিষ্কার করছেন। তাদের এ কাজ যেন অব্যাহত থাকে, সেজন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।
দেশে বিদ্যামান পরিস্থিতিতে গুজব নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। অনেকে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান দেবেন না। চমৎকার পরিবেশে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আমরা। সেনানিবাসে বিভিন্ন কিছু হচ্ছে এমন গুজব চলছে, এগুলোতে কান দেবেন না। পাশাপাশি গুজব ছড়াতে সাহায্য করবেন না।
সেনাপ্রধান বলেন, দেশের পরিস্থিতি দিনদিন উন্নতি হচ্ছে। পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এন/এমকে