শেরপুরের নকলায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে তরুণ শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাদের এ ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
বৃহস্পতিবার শহরের উত্তর মোড়, থানা মোড়, নিউমার্কেট ও ফলপর্ট্রি মোড়সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করেছেন শিক্ষার্থীরা। তাদের ভূমিকায় সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলাচল করছে। যানযট এড়াতে গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নকলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত চীফ ইন্সট্রাক্টর এস এম আজহার জানান, আমরা সাধারণ শিক্ষার্থীর পাশে আছি এবং তাদের ট্রাফিক আইনে প্রশিক্ষণ দিয়ে সহয়তা করবো। ড্রাইভিং ইন্সট্রাক্টর বাবুল শেখ বলেন, আমি নিজে এসেই ছাত্র ছাত্রীদের মাঝে প্রাথমিক প্রশিক্ষণ দিচ্ছি- যাতে তাদের ভালো ভাবে কাজ করতে সহজ হয়।
এদিকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। সিএনজি চালক, অটোরিকশা চালকা বলেন, ‘শিক্ষার্থীরা ভালো দায়িত্ব পালন করছে। তারা মোড়ে থাকায় আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাছি। কোন যানজট নেই।’
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে