পুরোনো চিন্তা দিয়ে এ দেশের মানুষের মুক্তি হবে না বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশের ছাত্র-তরুণদের উদ্দেশে বলেছে, পুরোনোদের বাদ দাও। তোমাদের মধ্যে যে শক্তি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্স থেকে ঢাকায় পা রেখেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ড. ইউনূসের নেতৃত্ব অন্তর্বতীকালীন সরকার এ দিন রাত আটটার দিকে শপথ নেবে।
ড. ইউনূস আরও বলেন, তরুণ সমাজকে বুঝাতে হবে এ দেশটা তোমাদের হাতে। তোমরা এ দেশকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। কীভাবে একটি তরুণ সমাজ একটি দেশ গ্রহণ করতে পারে এবং তা পাল্টে ফেলতে পারে।
নোবলবিজয়ী এ অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো, সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। এটা না হলে এ স্বাধীনতার কোনো দাম নেই। এ স্বাধীনতা পৌঁছে দেওয়াই আমাদের শপথ।
ড. ইউনূস জানান, মানুষ যেন জানতে পারে স্বাধীন হওয়ার অর্থ হলো- তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে-মেয়ের ভাগ্যের পরিবর্তন ।’
সারা বাংলাদেশকে একটা পরিবার অভিহিত করে ইউনূস বলেন, সেই পরিবারে আমরা একসঙ্গে চলতে পারি। আমাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে ফেলতে হবে। যারা বিপথে গেছে, তাদের পথে ফিরিয়ে আনতে চাই। সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর প্রধানসহ যারা আছেন, তাদের প্রতি অনুরোধ- আমরা একটা পরিবার। সবাই মিলে এ পরিবার দেশকে এগিয়ে নেবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে