লেনদেনে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক
০৮ অগাস্ট ২০২৪

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের শেয়ারবাজারে একের পর এক উল্লম্ফনের ঘটনা ঘটছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বড় উত্থান হয়েছে। বেড়েছে সবগুলো মূল্যসূচক। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার  ও ইউনিটের দাম  বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে হাজার ৬০০ কোটি টাকার বেশি। গত ফেব্রুয়ারির পর বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে এদিন।  আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে ৮৩০ কোটি ৯২ লাখ টাকা লেনদেন বেড়েছে

লেনদেনে অংশ নেওযা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২৭টি প্রতিষ্ঠানের, সাতটির দাম অপরিবর্তিত রয়েছে।

আগের দিনের তুলনায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০৬ পয়েন্ট বেড়ে হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে হাজার ২৭৪ পয়েন্টে আর আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক  ১১০ পয়েন্ট বেড়ে হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করে এদিন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৬১ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ৩১টির এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২২৫ কোটি ১৫ লাখ টাকা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর