মন্তব্য
বিগ বসের এবারের আসরের প্রতিযোগী ছিলেন পবিত্রা পুনিয়া। রিয়েলিটি শো থেকে বেরিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পবিত্রা। জানান, ক্যামেরার সামনে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি রয়েছে তার। তারপরই অনেক কাজ হাতছাড়া হয় এ অভিনেত্রীর।
পবিত্রা পুনিয়া বলেন, ‘আমি রোমান্টিক দৃশ্যগুলি করতে পছন্দ করি না। যেখানে আমাকে প্রচুর দেহ দেখাতে হয় এবং উপভোগের দৃশ্য করতে হয়, তা করতে পছন্দ করি না। এই জন্য আমি সম্প্রতি দুটি ওয়েব সিরিজ করতেও অস্বীকার করেছি।’