জানা গেল অন্তর্বতী সরকারের ১৭ সদস্যের নাম

নিজস্ব প্রতিবেদক
০৮ অগাস্ট ২০২৪

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকার বৃহস্পতিবার  (৮ আগস্ট) রাত ৯টায় শপথ নেবে। এ সরকারে কারা থাকছেন, তাদের নাম শপথ নেওয়ার ঘন্টাখানেক  আগে প্রকাশ্যে এসেছে। সেই তালিকা অনুযায়ী এ সরকারের সদস্য সংখ্যা ১৭ জন।

 

অন্তর্বতীকালীন সরকারের আকার- প্রধান উপদেষ্টা : . মুহাম্মদ ইউনূস।   উপদেষ্টা: . সালেহ উদ্দিন আহমেদ,  . ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, . . আসিফ নজরুল. . হাসান আরিফ, . তৌহিদ হোসেন, . সৈয়দা রিজওয়ানা হাসান, . শারমিন মুরশিদ, . ফারুকী আযম, . আদিলুর রহমান খান, ১০. সুপ্রদীপ চাকমা, ১১. ফরিদা আখতার, ১২. বিধান রঞ্জন রায়, ১৩. .. খালিদ হাসান, ১৪. নুরজাহান বেগম, ১৫. মো. নাহিদ ইসলাম, ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর