সন্দেহজনক লেনদেন হলেই জব্দ হবে ব্যাংক অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক
০৮ অগাস্ট ২০২৪


ব্যাংকে সন্দেহজনক লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পরিচিত বা স্বজনপ্রীতি করে কাউকে ছাড় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যাংক সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

লেনদেন সন্দেহজনক হলে এক্ষেত্রে সন্দেহজনক লেনদেন (এসটিআর) সন্দেহজনক কার্যক্রম (এসএআর) প্রতিবেদন সঙ্গে সঙ্গে  দিতে হবে।  এ প্রতিবেদন অনুযায়ী প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ করা হবে।

দেশে চলমান পরবর্তী পরিস্থিতিতে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা রাজনীতিবিদরা  ব্যাংক থেকে অর্থ সরানো অর্থপাচার করতে না পারে জন্য  এমন সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার ( আগস্ট) দেশের সব রাষ্ট্রয়াত্ত বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে বৈঠকে সতর্ক বার্তা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

বৈঠক শেষে বিএফআইইউর ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যামান পরিস্থিতিতে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ, সন্ত্রাসী অর্থ সরানো অর্থ পাচারের চেষ্টা করবে। তাই এখন থেকে যে কোনো ধরনের লেনদেনে মানি লন্ড্রারিংয়ের সব নিয়মনীতি শতভাগ পরিপালন করতে হবে।

সাধারণত সার্কুলারের মাধ্যমে ধরনের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিএফআইইউ-প্রধান না থাকায় সার্কুলার জারি সম্ভব হয়নি। এর আগে স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম-দুর্নীতির কারণে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের তোপের মুখে বিএফআইইউয়ের প্রধান মো. মাসুদ বিশ্বাস, কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটির্নর এবং একজন উপদেষ্টা ব্যাংক থেকে চলে যেতে বাধ্য হয়।

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর