শেখ হাসিনার সরকার পতনের পর নোবলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ড. ইউনূস বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে, সেটা সবার সরকার। এ সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল (শুক্রবার) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্র, সুবিচার, মানবধিকারসহ নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা উপভোগ করবেন, সবাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপনে সুযোগ পাবেন এটাই আমাদের লক্ষ্য।
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। ড. ইউনূস তার ভাষণে বলেন, অরাজকতার বিষবাষ্প যে-ই ছড়াবে বিজয়ী ছাত্রজনতাসহ মুক্ত মানসিকতার মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাদের ব্যর্থ করে দেবে।
তিনি বলেন, স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের লক্ষ্য পূরণে সবাই সহযোগিত করুন।
সর্বত্র ও সব অপরাধের বিচার হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, স্বৈরাচার সরকার সরকারি প্রতিষ্ঠান দিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সব মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই কথা প্রযোজ্য।
দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। দেশের সব মানুষকে স্বাধীন, নির্ভয়, নির্ভার, নিরুদ্রেক থাকার নিশ্চয়তা দেওয়ার জন্যই ছাত্ররা শহীদ হয়েছেন বলেও তার ভাষণে উল্লেখ করে ড. ইউনূস।
তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে বলেও জানান ড. ইউনূস। বলেন, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ঐক্যবদ্ধ থাকলে আর ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করলে বিজয় তাদেরই হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে