মন্তব্য
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বিষয়টি জানা গেছে। পদত্যাগের কারণ ব্যক্তিগত উল্লেখ করা হলেও মনে করা হচ্ছে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে হয়তো এ পদ থেকে সরে গেলেন তিনি। কেননা সরকার পরিবর্তনের কারণে আওয়ামী দলীয় সংসদ সদস্যরা চাপে আছে। আর তিনি টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সাল থেকে বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুস সালাম। এ সময়ে টানা চারবার এ পদে জয় পেয়েছেন। চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন।
বিডি২৪অনলাইন/এস/এমকে