ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনায় দায়িত্ব নিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শপথ নেওয়ার পরে এ সরকারকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। অন্তর্বতীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে তারা।
শুক্রবার (৯ আগস্ট ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের বরাত দিয়ে এ তথ্য জানায় ঢাকাস্থ চীনের দূতাবাস।
মুখপাত্র জিয়ান জানিয়েছে, চীন দৃঢ়ভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি।
চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ ও গভীর বন্ধুত্ব সম্পর্ক রয়েছে উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে এ সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে চায় চীন। ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
বিডি২৪অনলাইন/ই/এমকে