কিশোরগঞ্জের কটিয়াদীতে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। শুক্রবার সকালে (৯ আগস্ট) কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কটিয়াদীর উদ্যোগে এ কর্মসূচি পালন হয়।
পিএফজি কটিয়াদীর পিস অ্যাম্বাসেডর, সাংবাদিক মোজাম্মেল হকের সার্বিক তত্বাবধানে নুরুজ্জামান মামুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- সৈয়দ হাকিকুল ইসলাম, জামাল উদ্দিন, বাদশা মিয়া, ইফরান হোসেন, মতিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে গণমাধ্যমকর্মী, শিক্ষক, কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে পিএফজির সদস্যরা কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন রাস্তা ছাত্রদের নিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করেন।
বিডি২৪অনলাইন/মাহবুবুর রহমান/সি/এমকে