পঞ্চগড়ে শহীদদের গায়েবানা জানাজা নামায

পঞ্চগড় প্রতিনিধি
০৯ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত পুলিশ, ছাত্র, সাধারণ মানুষসহ সব শহীদের গায়েবানা জানাজা নামায পড়া হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার ( আগস্ট) জুম্মার নামায শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে নামায পড়েন মুসল্লীরা।

এ নামাযে পড়েন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাসহ পঞ্চগড় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

নামায শেষে সব বিদেহী আত্মাসহ শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়। মোনাজাত করেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম।

 

বিডি২৪অনলাইন/ সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর