যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
০৯ অগাস্ট ২০২৪

শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।

শুক্রবার ( আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন বন, পরিবেশ জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখনো রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছেন। পরিপ্রেক্ষিতে কালই (শিক্ষাপ্রতিষ্ঠান) খুলে দেবো, সেটা আমরা বলতে পারি না।  

সরকারের সব মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকবে বলেও জানান রিজওয়ানা হাসান। বলেন,  আমাদের সব মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কীভাবে সম্পৃক্ত থাকবেন বা এটার কাঠামো কী হবে, এটা পরবর্তীতে চিন্তা করবো আমরা।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর