বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন সিদ্ধান্ত প্রথম বৈঠকে

নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৪

দায়িত্ব গ্রহণের পর অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টার বৈঠক করেছেন। শুক্রবার ( আগস্ট) বিকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক ড. ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে। বৈঠকে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ, ব্যবসায়ীদের উজ্জীবিত করা, যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের আলোচনার বিষয় জানান অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে সব সেক্টরের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এভাবে চলে না, চলতে পারে না। তাই সিস্টেমটা আমাদের বদলাতে হবে। সেই সংস্কারগুলো একা আর করা যাবে না। সমাজের সবার সঙ্গে কথা বলা হবে, সবার সঙ্গে কথা বলে  এ সংক্রান্ত এজেন্ডা ঠিক করে আলাপ-আলোচনায় যাবো আমরা। বিস্তারিত কর্ম পরিকল্পনার জন্য একটু সময় লাগবে। আজই সেটা হয়ে যাবে, এমনটা নয় বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চরম অসন্তোষ দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। পতনের আগেও বাজারের লাগাম কার্ত টেনে ধরতে পারেনি তার সরকার।

রিজওয়ানা হাসান বলেন, জনগণের জীবন-জীবিকার কষ্ট লাঘব হবে। বাজারের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ- অর্থ মন্ত্রণালয় যখন পরিকল্পনা করবে সেখানে সেটাও অগ্রাধিকার পাবে। আর্থিক খাতগুলো শুধু চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে। নেতৃত্বের স্থানে পরিবর্তন আনার প্রয়োজন যেগুলোতে আছে, অনতিবিলম্বে সেসব পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।

বৈঠকে ব্যবসাকে উজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এ উপদেষ্টা জানান, ব্যবসাকে উজ্জীবিত করতে যত ধরনের সুরক্ষা নেওয়া যায়, সেটাকে  চিহ্নিত করে সেই সুরক্ষাগুলো নিতে হবে আমাদের। যে ব্যবসায়ীরা হতোদ্যম হয়ে গেছেন, তাদের যাতে আবার উজ্জীবিত করা যায়।

রিজওয়ানা হাসান বলেন,  শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে র‌্যাব এবং পুলিশের প্রতিনিধিরা বসবেন। সেখানে আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ উপদেষ্ট বলেন, কোন বিধানগুলো অপপ্রয়োগ করা যাচ্ছে, সেটা চিহ্নিত করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে।

দুর্নীতিবিরোধী অভিযান শুরু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে আলোচনা হয়েছে। কীভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং ঘটনা জীবনে কোনোদিন পুনরাবৃত্তি হবে না, সে পথগুলো কী সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে।  প্রত্যেকটা গুলির (ঘটনার) বিচারের বিষয়টি নিশ্চিত করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উচ্চ আদালতে বিচারকাজ চালু করতে আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে  বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর