ক্রিকেটের টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে ধারবাহিকতা থাকলেও টেস্ট ম্যাচের জন্য ভারতের অন্যতম ব্যাটার সূর্যকুমার যাদবকে বিবেচনায় রাখে না টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলার সুযোগ হয়েছে তাই। তাই টেস্ট ফরম্যাটেও খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে চান এ ব্যাটার। ভারতের হয়ে তিন সংস্করণেই খেলতে চাওয়ার ব্যাপারটি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে যাদক ।
খবর অনুযায়ী, টেস্টের জন্য নিজেকে ফিট করার লক্ষ্যে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের লাল বলের টুর্নামেন্টগুলোয় বাড়তি গুরুত্বও দিচ্ছেন যাদব। এছাড়া বুচিবাবু আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে খেলতে চান তিনি।
সূর্যকুমার নির্বাচকদের জানিয়েছেন, প্রথম শ্রেণির এ টুর্নামেন্টের দ্বিতীয় অংশে, সরফরাজ আহমেদের অধীনে খেলবেন। দলের নেতৃত্ব না নেওয়ার কথা তিনি নিজেই নির্বাচকদের বলেছেন। আগামী ২৭ আগস্ট জম্মু-কাশ্মীরের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেন সূর্যকুমার।
সূর্যকুমার সর্বশেষ গত বছরের জুলাইয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দুলীপ ট্রফিতে। সব মিলিয়ে ৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছেন মোট রান ৫৬২৮। এর মধ্যে ২৯টি ফিফটির সঙ্গে ১৪টি শতক আছে।
বিডি২৪অনলাইন/এস/এমকে