শেখ হাসিনা পদত্যাগ করেননি: জয়

নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে যখন দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা, সংসদ বিলুপ্ত ঘোষণা করার পর দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তখন এসে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন- দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তার মা। সংবিধান অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রীই আছেন।

সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জয়। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সামনে দেখা যায়নি শেখ হাসিনাকে। এমনকি তার পদত্যাগ ও দেশ ছাড়া নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

জয় বলেন, তার (শেখ হাসিনা) পরিকল্পনা ছিল পদত্যাগ করার এগ একটি বিবৃতি দেওয়া কিন্তু তার আগেই  প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে বিক্ষোভকারীরা যাত্রা শুরু করেন। ফলে তখন কোনো সময়ই ছিল না। তিনি কোনো কিছু গোছাতেও পারেননি।

সেনাপ্রধান বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন উল্লেখ করে জয় বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্র্বতীকালীন সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব। আরেক প্রশ্নের জবাবে জয় বলেন, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ  অংশ নেবে এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে যাবে বলেও মন্তব্য করে বলেন, এই দুইটি বিষয়ই ভালো।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর