মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ১৬৪৩০ নম্বরে কল দিলে আইনি সহায়তা পাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৪

মিথ্যা হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷ এ ক্ষেত্রে ১৬৪৩০ নম্বরে কল করে অভিযোগ দিলে পাওয়া যাবে আইনি সহায়তা।

শনিবার (১১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন অন্তর্র্বতীকালীন সরকারের আইন, বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা . আসিফ নজরুল। বৈঠক শেষে  এক বিজ্ঞপ্তিতে  বিষয়টি জানানো হয়েছে৷

আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হয়েছে, আইন বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে কল দিলে মিথ্যা হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে সন্ত্রাস দমন আইন সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মিথ্যা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য জুলাই-আগস্টে মাসে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর