মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷ এ ক্ষেত্রে ১৬৪৩০ নম্বরে কল করে অভিযোগ দিলে পাওয়া যাবে আইনি সহায়তা।
শনিবার (১১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন অন্তর্র্বতীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে৷
আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে হয়েছে, আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে কল দিলে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য জুলাই-আগস্টে মাসে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে