মন্তব্য
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ পরিস্থিতিতে সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে নতুন আইজি ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেশের ৬৩৯ থানার মধ্যে ইতোমধ্যেই ৫৩৮টি থানার কার্যক্রম ফের শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে