মন্তব্য
ফেসবুকে ছড়িয়ে পড়া নিত্যপণ্যের বাজারদর সংক্রান্ত তালিকাটি সঠিক নয়। সরকার কর্তৃক তালিকায় থাকা পণ্যগুলোর মূল্য নির্ধারণ করা হয়নি। শনিবার (১০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া তালিকাটিতে উল্লেখ করা হয়েছে- আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা ও ব্রয়লার মুরগির ১৪০ টাকা কেজি। পোস্টে জানানো হয়েছে, এ দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে। মূলত এ বার্তাটিকেই ভূয়া বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিডি২৪অনলাইন/ই/এমকে