ধামইরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৪

মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার ( আগস্ট) রাতে উপজেলা পরিষদ শহীদ বেদীতে ধামইরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়। এ সময় সেখানে সমস্বরে জাতীয় সংগীত গায় শিক্ষার্থীরা। পরে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে আগাছামুক্ত করার শপথ নেয় শিক্ষার্থীরা।

এদিকে এদিন বিকালে ধামইরহাট এম.এম. সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে আমইতাড়া এবং পূর্ব বাজার ব্রিজের ওপরে জনসচেতনতার জন্য রাস্তার আশেপাশে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে। সেখানে রংয়ের তুলিতেমেধার জয় আমার জয়, ৭১ দেখিনি ২৪ দেখেছি, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, হেলমেট পড়ুন ট্রাফিক আইন মেনে চলুন, বল বীর চির উন্নত মম শির- বিভিন্ন স্লোগান লেখা হয়।

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর