সাতক্ষীরায় বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন এক জেলে

সাতক্ষীরা প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৪

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়েছে রেজাউল ইসলাম পাইক (৪৫) নামে  এক জেলে। শনিবার (১০ আগস্ট) শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ ইউনিয়নের সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে ঘটনাটি ঘটে।

রেজাউল শ্যামনগর উপজেলার  পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে। ভুক্তভোগী রেজাউল জানান,   নিজের বাড়িতে জ্বালানির জন্য খড়ি আনতে বেলা ১২টার দিকে সুন্দরবনে কাঠ আনতে যান তিনি। ওই সময় একটি বাঘ তাকে আক্রমণ করে। এ সময় নিজেকে বাচাঁতে বাঘের মুখে দা দিয়ে আঘাত করলে বাঘ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ জানান, বাঘের আক্রমণে আহত   রেজাউল পাইক নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর